ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১১ জুলাই ২০২৪  
গোপালগঞ্জে ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ‘প্রত্যাশা ফার্মেসি’র মালিক ভুয়া চিকিৎসক প্রসুন বালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফার্মেসিটিকেও সিলগালা করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের অভিযান চালিয়ে জেল ও জরিমানা দেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নুর।

মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের প্রত্যাশা ফার্মেসি-তে  বিপুল পরিমাণ অনিবন্ধিত ওষুধ ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন ওষুধ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ফার্মেসির মালিক প্রসুন বালা এখতিয়ার বহির্ভূতভাবে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারিত করে আসছিলেন।

এসব অপরাধের কারণে তাকে তিন মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকান তালাবদ্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং গোপালগঞ্জ জেলা ওষুধ তত্বাবধায়ক বিথি রানী মন্ডল উপস্থিত ছিলেন।

বাদল সাহা/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়