মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো নানি–নাতনির
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নানি–নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদিঘী কোনপাড়া এলাকার মৃত দুলাল উদ্দিনের স্ত্রী বেগম (৫৫) ও তার মেয়ের ঘরের নাতনি আয়েশা আক্তার (৫)।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ বলেন, আটোয়ারী উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজার থেকে নাতনি আয়েশাকে নিয়ে অটোরিকশায় বড়দাপ গোয়ালদিঘী এলাকায় আরডিআরএস অফিসের সামনে নামেন বেগম। সড়ক পাড় হওয়ার সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন নানি–নাতনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুই জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাঈম/কেআই