শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক মহির মিয়ার ছেলে সুমন ও একিই গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে সুফল মিয়া। তারা দুজনই কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে বন্যার পানিতে গোসলে নামে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে জাল ফেলে দুই জনের লাশ উদ্ধার করে।
কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, দুই শিশুই দুরন্ত ছিল। তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
তারিকুল/কেআই