ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১২ জুলাই ২০২৪   আপডেট: ১০:৩৪, ১২ জুলাই ২০২৪
শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চাঁদপুরে শ্লীলতাহানির শিকার এক শিশু শিক্ষার্থীর অভিযোগে হাফেজ ইসমাইল হোসাইন নামে একজন মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১১ জুলাই) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদ্রাসা শিক্ষক অপরাধের কথা স্বীকারের পর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করতেন হাফেজ ইসমাইল হোসেন। তার বাড়ি কুমিল্লার বরুড়ার ভবানীপুরের টুইন্নাবাড়ীর এগারগ্রামে। তিনি মো. আব্দুর রহিম-এর ছেলে।

পুলিশ আরও জানায়, নাজেরা বিভাগের এই শিক্ষক শিশুটিকে ভয় দেখিয়ে বেশ কয়েকবার শ্লীলতাহানি ঘটায়। শিশুটি গত মঙ্গলবার ছুটিতে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় ফিরতে না চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় শিশুটির বাবা হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ ইসমাইলকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদ্রাসা ছাত্রটিকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিক্যাল চেকআপ করা হয়েছে।

জয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়