ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ     

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১২ জুলাই ২০২৪  
রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ     

রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে পালিত ‘বাংলা ব্লকেড'’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেন তারা। ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে, বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন স্টেশন বাজারের রেললাইন অবরোধ করেন। এসময় তাদের বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনে অংশ নেওয়া রাজশাহ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সুজন ভৌমিক বলেন, ‘ন্যায্য দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ভাইদের ওপর বর্বরোচিত হামলা পুলিশ চালিয়েছে আমরা তার প্রতিবাদে এই রেল অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা হামলার সুষ্ঠু বিচার কামনা করছি।’ 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ তপু বলেন, ‘গতকাল সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাইদের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, ‘মিডিয়ায় যতই ছড়ানো হোক না কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম হামলা হয়েছে, সেটি সঠিক নয়। আমরা কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েই প্রথম এক শিক্ষার্থী হামলার শিকার হন।’

রেল অবরোধের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এক দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। আমাদের দাবিটি হল, সরকারি চাকরির সব গ্রেডের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়