ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পিরোজপুরে শতাধিক ফলজ গাছ কাটল দুর্বৃত্তরা

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১২ জুলাই ২০২৪  
পিরোজপুরে শতাধিক ফলজ গাছ কাটল দুর্বৃত্তরা

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রহমান শেখ শুক্রবার (১২ জুলাই) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে দেখা গেছে, ওই গ্রামের রহমান শেখের জমিতে রোপিত নারিকেল, কাঁঠাল, আম ও আমড়াসহ প্রায় শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী অভিযোগ করেন যে, গত বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি বাড়িতে না থাকার সুযোগে ছোমেদ শেখের ছেলে সাইদুল শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তার বাড়ি সংলগ্ন ৩০ বছরের বেশি সময় ধরে ভোগদখলীয় জমিতে থাকা ৯টি নারিকেল গাছ, ৮টি আমড়া গাছ, ৪টি কাঁঠাল গাছ, ৫টি আম গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে।

অভিযুক্ত সাইদুল শেখ গাছ কাটার অভিযোগ অস্বীকার করে জানান, যাদের জায়গা তারাই গাছ কেটেছেন। আমরা কেন কাটতে যাবো। হয়রানি করতে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন রহমান শেখ।

তবে স্থানীয়রা জানান, অভিযুক্ত সাইদুল শেখ স্থানীয় জামায়াত নেতা ও দুর্ধর্ষ সন্ত্রাসী।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তাওহিদুল/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়