ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১২ জুলাই ২০২৪  
কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিল

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ মিছিল করেছে কুবি’র শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ মিছিল হয়। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার দাবি জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মিছিল শুরু হয়ে নবাব ফয়জুন্নেছা হল ঘুরে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার স্থান বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা তাদের উপর গতকাল পুলিশের হামলার প্রতিবাদে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করেন। তারা হামলার স্থান আনসার ক্যাম্প এলাকার সড়ককে ‘ছাত্র আন্দোলন চত্বর’ হিসেবে ঘোষণা করেন। এসময় সেখানে স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ করা হয়।

আর্কিওলজি বিভাগের শিক্ষার্থী বিএম সুমন বলেন, প্রশাসন কিভাবে এই হামলার অনুমতি দেয়, তার জবাব চাই। পুলিশ কিভাবে ছাত্রদের উপর এভাবে গুলি চালাতে পারে, এর জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। সন্ত্রাসীদের মোকাবিলা করার বুলেট কিভাবে নিরীহ ছাত্রদের উপর ছুঁড়তে পারে। যা কিছুই করুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

আইন বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে, এটা আমাদের সংবিধানে আছে। তাও পুলিশ কেনো আমাদের উপর এভাবে হামলা চালালো। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় ছিল, আমরা আশা করি আইনও আমাদের প্রতি শ্রদ্ধা দেখাবে।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জহুরা মীম বলেন, রোববারের মধ্যে আমরা এই প্রক্টরের পদত্যাগ চাই। যদি তিনি পদত্যাগ না করেন আমরা আবারো প্রশাসনিক ভবন ঘেরাও করব। বারবার আমাদের উপর এমন হামলা আমরা মেনে নেব না।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীকে একাধিক কল দিয়েও পাওয়া যায়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএফএম আব্দুল মঈন বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার পর হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখে এসেছি। তারপরও তারা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে আমার জানা নেই।

রুবেল/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়