ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের দুই মাস পর বন্ধু দিল কঙ্কালের সন্ধান

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১২ জুলাই ২০২৪   আপডেট: ২১:০২, ১২ জুলাই ২০২৪
নিখোঁজের দুই মাস পর বন্ধু দিল কঙ্কালের সন্ধান

বরিশাল নগরীতে কিশোরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় আটক ইমরান

বরিশালে দুই মাস ধরে নিখোঁজ মো. সোহেল ফরাজী (১৫) নামের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ‌্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর নিচ থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমরান নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

আরো পড়ুন:

নিহত সোহেল ফরাজী বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আর আটক ইমরান একই এলাকার বাসিন্দা নান্না খানের ছেলে। শুক্রবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মুকুল।

নিহত সোহেল ফরাজীর ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতো। ট্রাক চালক বিদেশে চলে যাওয়ায় সে বেকার ছিলো। বেকার থাকার কারণে ঘটনার দিন বাবার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয় সে। ওই দিন তাকে ডেকে নিয়ে যায় বন্ধু ইমরান। এরপর থেকে সোহেল নিখোঁজ ছিলো। এই সময় ধরে বন্ধু ইমরানও নিখোঁজ ছিলো।

সোহাগ ফরাজী আরও জানান, পুলিশ ইমরানকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সোহেলকে হত্যার কথা স্বীকার করে সে। তখন বিষয়টি বন্দর থানায় জানানো হয়। বন্দর থানা পুলিশ ইমরানকে নিয়ে খয়রাবাদ সেতুর নিচে গিয়ে একটি কঙ্কাল উদ্ধার করে। যা নিখোঁজ সোহেলের বলে নিশ্চিত করে হত্যাকারী ইমরান।

ওসি আব্দুর রহমান মুকুল বলেন, সোহেলের ব্যাটারিচালিত রিকশা নেওয়ার জন্য পরিকল্পনা করে তার ৪ বন্ধু হৃদয়, বাপ্পি, রাকিব এবং ইমরান। পরিকল্পনা অনুযায়ী বরিশাল নগরীর লাকুটিয়া সড়কের একটি দোকান থেকে ঘুমের ওষুধ কেনা হয়। পরে কীর্তনখোলা নদীর ওপর দপদপিয়া সেতুতে এনার্জিং ড্রিংকসে গুঁড়ো করা ঘুমের ওষুধ মেশানো হয়। সেখান থেকে ৫ জন কাছেই থাকা খয়রাবাদ সেতুর নিচে যায়। পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস পান করানো হয় সোহেলকে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার পর রিকশা বিক্রি করে ইমরান পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সন্ধান পাওয়া কঙ্কালটি নিখোঁজ কিশোর মো. সোহেল ফরাজীর (১৫) বলে জানিয়েছে আটক বন্ধু ইমরান খান। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে কাজ করছে পুলিশ।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়