কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার মিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর জোতি ফিলিং ষ্টেশনের সামনে দুর্ঘটনাটি হয়।
মারা যাওয়া রুবেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া থেকে ব্যবসার কাজে ভেড়ামারা যাচ্ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল দুটির তিন আরোহী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাঞ্চন/মাসুদ