ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় প্রাইভেট কা‌রে ট্রাক চাপা, নিহত ২

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১২ জুলাই ২০২৪  
বগুড়ায় প্রাইভেট কা‌রে ট্রাক চাপা, নিহত ২

বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় প্রাইভেট কারের চাল‌কসহ ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১২ জুলাই) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‌নিহতরা হ‌লেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫)। অপর জন‌ গাইবান্ধার আশরাফুল ইসলাম (৩৬)।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুর্ঘটনার আগে মিনহাজ রাজশাহী থেকে নিজেই প্রাইভেট কার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথিম‌ধ্যে ঘটনাস্থ‌লে পৌঁছালে না‌টোরগামী একটি ট্রাক কার‌টি‌কে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে কার‌টি দুম‌ড়ে মুচড়ে যায়। এসময় কা‌রে থাকা মিনহাজ উদ্দিন ঘটনাস্থ‌লেই মারা যান। গুরুতর আহত হন আশরাফুল ইসলাম।

প‌রে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে জানা‌লে তারা মিনহা‌জের লাশ এবং আশরাফুল‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসার জন‌্য পাঠায়। প‌রে হাসপাতাল কর্তৃপক্ষ আশরাফু‌লের উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা অভিমুখে পাঠায়। ঢাকা যাওয়ার প‌থে আশরাফু‌লেরও মৃত্যু হয়।

নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, দু’জ‌নের লাশ আইনি প্রক্রিয়া শে‌ষে স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় হাইও‌য়ে পু‌লিশ বাদি হ‌য়ে এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছে।

এনাম/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়