ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাল্যবিয়ের আসরে হাজির ইউএনও, ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১২ জুলাই ২০২৪  
বাল্যবিয়ের আসরে হাজির ইউএনও, ২০ হাজার টাকা জরিমানা

বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়

দিনাজপুরের হাকিমপুরে বাল্যবিয়ের আসরে ইউএনও এসে বন্ধ করলেন বিয়ে। এসময় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় কনের বাবাকে। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলায় চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে ১২ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার অভিযোগে আতিয়ার রহমানকে জরিমানা করেন তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়ায় বাবা তার ১২ বছর বয়সী মেয়েকে বিয়ে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে মেয়ের বাবা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোসলেম/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়