কমলগঞ্জে নিজ কন্যাকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছমির মিয়া গ্রেপ্তার
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ শিশুকন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ছমির মিয়া কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
উল্লেখ্য, ২০১১ সালে কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে ছমির মিয়া নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করেন। সেসময় শিশুটির মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ এক যুগ পর শিশু হত্যার এই মামলার রায়ে আদালত বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমানের নির্দেশে বিশেষ অভিযানে গতকাল (শুক্রবার) রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছমির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
হামিদ/টিপু