ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টানা বৃষ্টিতে হিলিতে সবজির দাম দ্বিগুণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৮, ১৩ জুলাই ২০২৪
টানা বৃষ্টিতে হিলিতে সবজির দাম দ্বিগুণ

টানা বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষজন বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির পানি জমে কৃষকের সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। যে কারণে দাম বেড়েছে।

শনিবার (১৩ জুলাই) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগে যে করলা ৬০ টাকায় বিক্রি হয়েছে তা আজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ১৫ টাকার পটল ৩০ টাকা, ১৫ টাকার ঢেঁড়স ৩০ টাকা, ৪০ টাকার বেগুন ৮০ টাকা, ৪০ টাকার কাঁকরোল ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, ৩০ টাকার বটবটি ৬০ টাকা, ১৬০ টাকার কাঁচামরিচ ২০০ টাকা ও ৮০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

সবজি কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমাদের আয় কিন্তু তেমন বাড়েনি। কিছুদিন আগেও যেই দামে সবজি কিনেছিলাম, আজ প্রায় তার দ্বিগুণ দামে কিনতে হলো।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, টানা বৃষ্টিতে সবজি আমদানি কম গেছে। এছাড়া, ক্ষেতে পানি জমে কৃষকের প্রায় সবজি নষ্ট হয়ে গেছে। বর্তমানে আমরা পাঁচবিবি ও বিরামপুর থেকে সবজি কিনে আনছি। বেশি দামে কিনে আনায় বিক্রি করতে হচ্ছে বাড়তি দামে।

মোসলেম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়