ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মৌলভীবাজার

বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১২, ১৩ জুলাই ২০২৪
বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি

মৌলভীবাজারে বন্যায় মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে জেলার কিছু যায়গার বন্যার পানি কমলে সামনে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে এখনো হাওর ও জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

ক্ষতিগ্রস্ত কমলগঞ্জেরে ফেইথ এগ্রোর ম্যানেজার ইকরামুল ইসলাম বলেন, কয়েকবারের বন্যায় আমাদের ৪৫ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাছচাষি নজরুল ইসলাম বলেন, বন্যায় আমার পুকুরের প্রায় ৩৫ লাখ টাকার মাছ ও পোনা নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলার অনেক মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহম বলেন, কয়েকবারে বন্যায় প্রায় ৩০ হাজার কৃষকের ৫১৬২ হেক্টর জমির আউশ ধান ও ১০৫৪ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে। টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৯৫ কোটি ৫ লাখ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজি বলেন, বন্যায় ৭১৮টি পুকুর ও দিঘীর প্রায় ২২২ টন মাছ ও ৭১ লাখ পোনা নষ্ট হয়ে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হামিদ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়