ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

গোপালগঞ্জে নকল পণ্যের কারখানায় অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৩ জুলাই ২০২৪  
গোপালগঞ্জে নকল পণ্যের কারখানায় অভিযান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রামে নকল পণ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এসময় কারখানার মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেবগাতুল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সেবগাতুল্যাহ জানান, ভূলবাড়িয়া গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা নিজ বাড়িতে অনুমোদন নেই এমন পণ্য যেমন- টুথ পাউডার, ডিস ওয়াসিং পাউডার, ভিমবার ও হারপিক তৈরি করছিলেন। পরে তিনি এসব পণ্য বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি টের পেয়ে আজ অভিযান চালানো হয়। এসময় নকল পণ্য তৈরি ও পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে কারখানা মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে তাকে। জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালে ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফট্যানেন্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল উপস্থিত ছিলেন। 

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়