ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুষ্টিয়ায় কৃষককে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৪ জুলাই ২০২৪  
কুষ্টিয়ায় কৃষককে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে আক্কাস আলী (৫০) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আক্কাস আলী সদকী ইউনিয়নের দরবেশপুর এলাকার মৃত মোবারক প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পড়ুন: কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত  

আরো পড়ুন:

থানায় লিখিত অভিযোগের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, বিকেলে আক্কাস আলী তার বড় ভাই আজাদ প্রামাণিকের ধানের জমিতে বৃষ্টির পানি বের করার জন্য জমির আইল কাটেন। এ সময় জমির পাশে থাকা নিজাম এর পুকুরের পাড় কাটতে গেলে নিজাম,  লিমন মণ্ডলের ছেলে আলাই (৫৫), সিদ্দিক (৩৫), হালিম (৬০) এবং হালিমের ছেলে রাশিদুল (৩৫) এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাই আক্কাস আলীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং কাদার মধ্যে শ্বাসরোধ করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

/কাঞ্চন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়