ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সুনামগঞ্জে ধীরে কমছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ

মনোয়ার চৌধুরী, সুনামগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১২:৫৬, ১৪ জুলাই ২০২৪
সুনামগঞ্জে ধীরে কমছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ

দেশের উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও হাওরপাড়ে ভোগান্তি কমেনি। নদীর পানি ধীরে কমায় হাওরপাড়ের জনবসতিতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (১৩ জুলাই থেকে ১৪ জুলাই সকাল ৯টা পর্যন্ত) সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি কমেছে ১৭ সেন্টিমিটার। এই ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার। আজ (রোববার) সকাল ৯ টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরজমিনে জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, সুনামগঞ্জের উঁচু এলাকায় পানি অনেকটাই কমেছে তবে নিচু এলাকায় পানি এখনো স্থির হয়ে রয়েছে। যদিও প্রথম দিকে সুনামগঞ্জ সদর ও ছাতক আক্রান্ত হয়। পরে জেলার ৫টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে। পানি বাড়ার তিনদিন পর বর্তমানে জেলার হাওর এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি। জেলার অসংখ্য বাড়িঘরে এখনো পানি, রাস্তাঘাট প্লাবিত রয়েছে। জেলা শহরের বেশিরভাগ জনবসতি ও সড়কে এখনো হাঁটু পানি। কোনো কোনো আবাসিক এলাকায় বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে নৌকায় করে। বর্তমানে যোগাযোগে সড়ক ও গবাদি পশু নিয়ে তৃতীয় দফা ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, ছাতক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রায় লক্ষাধিক বাসিন্দা। দিন যত যাচ্ছে ভোগান্তি তত বাড়ছে জানালেন হাওর এলাকার বানভাসিরা।

সুনামগঞ্জ সদর উপজেলার খাইমতর গ্রামের জহুর উদ্দিন বলেন, বাসা বাড়ি থেকে কোথাও বের হওয়ার মতো না। সকালে কজেলে গেছিলাম পানিতে ভিজে। রাস্তাঘাট ভাঙা, কাদা মাটি ভরা। গাড়ি চলে না। অনেক জায়গা হেঁটে হেঁটে যাওয়া লাগছে। এতো কষ্ট হচ্ছে তা মুখে বলার মতো না। 

সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার মামুন আলী বলেন, বন্যার পানি-কাটায় আমরা খুব অসুবিধায় আছি। বাথরুমের খুব অসুবিধা, ঘরের ভিতর থাকার মত আর অবস্থা না। ঘরে এখনও হাটু পানি, হাওরের ঢেউয়ে ঘরের টিন সব ভেঙে ফেলছে। খাবার দাবারও ঘরে নাই। 
 
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন,  সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করেছে। দেশের উজানে বৃষ্টি কম হচ্ছে। যার কারণে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টির পরিমাণ কমেছে। এখন বন্যা পরিস্থিত উন্নতির দিকে।

/টিপু/


সর্বশেষ

পাঠকপ্রিয়