ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কসবায় অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৪ জুলাই ২০২৪  
কসবায় অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) গভীর রাতে কসবা থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানের সময় গুদামের মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহাম্মেদ জানান, শনিবার রাতে নয়নপুর বাজারের ব্যবসায়ী আইয়ুব খান ও অমিত হাসান জয়ের গুদাম থেকে ৭০ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার ক‌রা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

রুবেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়