পিরোজপুরের হত্যা মামলার আসামি ১০ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পিরোজপুর জেলার ইন্দুরকানী ইউনিয়নে ১০ বছর আগের এক হত্যা মামলার আসামি হাফিজুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার (১৪ জুলাই) সকালে র্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে আসামি গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক শফি-উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার হত্যা মামলার পলাতক আসামি হাফিজুল ইসলাম হাওলাদার চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানাধীন মোহরা চর এর রাঙ্গামাটিয়া এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১ এর একটি যৌথ দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মো. হাফিজুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল ইসলাম জানায়, গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সর্বশেষ চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানা এলাকায় বসবাস করছিল।
রেজাউল করিম/সনি