ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গাইবান্ধায় নৈশপ্রহরীকে হত্যা, ৫ অটোরিকশা চুরি  

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৮:২৯, ১৪ জুলাই ২০২৪
গাইবান্ধায় নৈশপ্রহরীকে হত্যা, ৫ অটোরিকশা চুরি  

পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার গ্যারেজের নৈশপ্রহরীকে হত্যা করা হয়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজের নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চক্রটি।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিন্নু মিয়ার গ্যারেজে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নৈশপ্রহরী দুদু মিয়া (৬০) সুইগ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নু মিয়ার গ্যারেজ থেকে বেশ কিছু দিন আগেও অটোরিকশা চুরি হয়। শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পরিকল্পিতভাবে চুরি করা হয়। এ সময় নৈশপ্রহরী দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে গ্যারেজে চার্জ দেওয়া পাঁচটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

আরো পড়ুন:

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা চুরি করতে নৈশপ্রহরীকে হত্যা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়