ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নড়াইলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

নড়াইল প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৪ জুলাই ২০২৪  
নড়াইলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

চয়ন মাঝি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত মঙ্গলবার (৯ জুলাই) বিকালে চয়ন বিষপান করেন। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রি কলেজের এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে চয়ন বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বিকালে বাড়ি ফিরে বিষপান করেন। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় ৫ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো।

আরো পড়ুন:

তবে চয়ন কী কারণে আত্মহত্যা করেছেন তা তার পরিবার জানাতে রাজি হয়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, বিষপান করে এক পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।  
 

শরিফুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়