ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট  

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৪ জুলাই ২০২৪  
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট  

অনুষ্ঠান বয়কট করে সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান নেন

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠান বয়কট করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করে কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

ঠাকুরগাঁওয়ে সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জিয়াউর রহমান বকুল বলেন, শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়। এটি গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।

আরো পড়ুন:

ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ কবির বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠানে সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। তবে সেখানে তাদের বসার জায়গা রাখা হয়নি। এর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
 

হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়