ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

যৌতুকের বলি:

৭ পৃষ্ঠার চিঠি লিখে নববধূর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫১, ১৪ জুলাই ২০২৪
৭ পৃষ্ঠার চিঠি লিখে নববধূর আত্মহত্যা

যৌতুকের চাপে ও সংসারে বনিবনা না হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক গৃহবধূ। তার আগে সাত পৃষ্ঠার একটি চিঠি লিখে রেখে গেছেন জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া (১৯) ওই গৃহবধূ।

রোববার (১৪ জুলাই) সকালে গৃহবধূ সুমাইয়ার মরদেহ ও চিরকুট উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, প্রায় ৮ মাস আগে শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকার শিপন নাম এক যুবকের সাথে ফেসবুকে প্রেম হয় নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের আবুবকর সিদ্দিকের মেয়ে জান্নাতুল ফেরদৌসী সুমাইয়ার। কিন্তু সেই প্রেমে বাধা হয় পরিবার। পরে পরিবারের অসম্মতিতেই গোপনে বিয়ে করেন তারা। এ নিয়ে স্বামী-স্ত্রী ও পরিবারের লোকজনদের মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই ঝগড়া লেগে থাকত। 

এদিকে স্বামীও ধীরে ধীরে টাকার জন্য পাগল হয়ে উঠতে থাকে। বিয়ের পরপরই স্ত্রীর কাছে যৌতুক হিসেবে আট লাখ টাকা দাবি করতে থাকেন। টাকা না পেয়ে সুমাইয়াকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। এসব বিষয় নিয়ে রাগারাগি করে গত রোজার ঈদের সময় সুমাইয়া তার বাবার বাড়িতে চলে যান। সেখানেই বসবাস করছিলেন। তবে এই সময়ের মধ্যে অশান্তি আরো বেড়ে যাওয়ায় এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেন সুমাইয়া।

সুমাইয়া চিরকুটে লেখেন, ‘বিয়ের গোসলটাও পেলাম না। শেষ গোসলটাও পাব না। জানাযাও পাব না। আমার ঠিকানা হবে জাহান্নাম। অনেক ভালোবাসি তোমাকে শিপন। কিন্তু তুমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে দিলা না। আমি চাইলে দ্বিতীয় বিয়ে করে জীবনটা ভালোভাবে চালাতে পারতাম। কিন্তু আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীরটা উপভোগ করুক।’

বাবা মাকে উদ্দেশ্য করে সুমাইয়া লেখেন, ‘তোমরা মনে কষ্ট নিও না। শিপনকে সুখে রাখার জন্য আমি চলে যাচ্ছি। আমার মুখ তাকে দেখতে দিও না। আমার শরীরটা কাটতে দিও না। আমি তাহলে কষ্ট পাব।’

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, ‘সুমাইয়ার মরদেহ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। চিঠিও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

তারিকুল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়