ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

এমপির অপেক্ষায় গরমে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৪ জুলাই ২০২৪  
এমপির অপেক্ষায় গরমে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের 

মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের মানববন্ধন ও র‍্যালিতে যোগ দেন নাটোর-৪ (বড়াইগ্রাম গুরদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তবে, তিনি সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনুষ্ঠানে যোগ দিতে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের। রোববার (১৪ জুলাই) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে নাটোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মসূচিতে যোগ দিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসেন। অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টার মধ্যেই সবাই উপস্থিত হন।

মানববন্ধন শেষে ৮টা ৪৫ মিনিটে র‍্যালি হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী না আসায় তীব্র রোদে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় গিয়ে অবস্থান নেন অনুষ্ঠানে আসা কয়েকজন ছাত্রী। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বেলুন উড়িয়ে র‍্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়ন্তী কর্মকার বলেন, ‘স্কুল থেকে এখানে এসেছি। প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে। তাই এখানে এসে বসে আছি।’

প্লাবন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘সকাল ৮টায় এখানে এসেছি। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। প্রচুর রোদের মধ্যেও দাঁড়িয়ে আছি। কারণ প্রধান অতিথি আসেননি।’

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান বলেন, ‘আমাদের প্রোগ্রামের সময় এখনো আছে, সময় অতিক্রম করিনি। আরো কিছু লোক আসবে।’

প্রধান অতিথির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আসলেই র‍্যালি শুরু করা হবে।’

এ বিষয়ে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা দাঁড়িয়ে কেন থাকবে? এটা তো মাদকদ্রব্যের অনুষ্ঠান। এটা করে থাকলে তারা অন্যায় করেছে। আমার জানা ছিল না যে কোনো শিক্ষার্থী সেখানে ছিল।’

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে এসে দাঁড় করিয়ে রেখে চরম অন্যায় করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। শিক্ষার্থীদের এভাবে দাঁড় করনো আদালতের নিষেধ আছে। যারা এভাবে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়