ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১৪ জুলাই ২০২৪  
বান্দরবানে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আব্দুল্লাহ নামে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে জেলা সদর হসপাতালে মারা যায় সে। এছাড়া, গত এক সপ্তাহে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারী-পুরুষসহ ৮ জন।

বান্দরবান জেলা সদর হসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মো. তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া আব্দুল্লাহ বান্দরবান পৌরসভার আর্মি পাড়ার মিজানুর রহমানে ছেলে।

আরো পড়ুন:

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছর জেলাজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হন ৭৭ জন। গত কয়েক মাসে জেলা সদর সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৫ জন। এদের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ২৪ জন। বর্তমানে সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৮ জন। 

স্থানীয়রা জানিয়েছেন, ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে জেলা সদর পৌর এলাকায়। আর্মি পাড়া, বনরুপা, হাফেজঘোনাসহ আরো বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষজন। পাহাড়ে বর্ষা শুরু হলে ড্রেনে ময়লা-আবর্জনার পানি জমাট হওয়াই সেখানে থেকে দিন দিন বাড়ছে মশা উপদ্রব। যে কারণে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে।  

জেলা সদর হসপাতালের আরএমও ডা. মো. তারেকুল ইসলাম বলেন, ‌‘প্রতিবছর বর্ষা আসলেই বান্দরবানে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গুর জোন হিসেবে বান্দরবানের আর্মি পাড়াও রয়েছে। ডেঙ্গু রোগের আতঙ্কিত না হয়ে সচেতন থাকাতে হবে। বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিদিন ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। 

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়