ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১৪ জুলাই ২০২৪  
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বুধপাড়া ওভারপাস রেলক্রসিং এলাকায় মারা যান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এতথ্য জানান। 

ওসি গোপাল কর্মকার জানান, আজ বিকেলে আন্তঃনগর ট্রেন ‘পদ্মা এক্সপ্রেস’ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি বুধপাড়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত পারাপারের সময় ওই বৃদ্ধ কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন:

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়