ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

জামালপুরে বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ২১:৪২, ১৪ জুলাই ২০২৪
জামালপুরে বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর গ্রামে মারা যান তারা। 

মারা যাওয়ারা হলেন- দক্ষিণ বালুরচর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২), গোলাপ আলীর মেয়ে খাদিজা আক্তার (১০) ও বাবুল হোসেনের স্ত্রী রোকসানা (২৫)। জীবিত উদ্ধার করা হয়েছে রিমা (১২) নামের এক শিশুকে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ বালুচর গ্রামের পাশাপাশি বাড়ির চার শিশু ও এক গৃহবধূ বন্যার পানিতে গোসল করতে নামেন। এসময় চার জন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাদের ডুবতে দেখে দূরে দাঁড়িয়ে থাকা এক কিশোরী দৌঁড়ে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেন। লোকজন ঘটনাস্থলে গিয়ে চার জনকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চার জনকেই মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মাদ বলেন, ‘বন্যার পানিতে গোসল করতে নেমে চার জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।’

সেলিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়