ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

চুয়াডাঙ্গায় ২ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৪ জুলাই ২০২৪  
চুয়াডাঙ্গায় ২ সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের মাঝ পাড়ার দুই সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। এতে ওই গ্রামের চার যুবককে আসামি করা হয়েছে। 

রোববার (১৪ জুলাই) ওই নারী নিজে বাদী হয়ে জীবননগর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যার মামলা নম্বর ২৫। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান জানান, শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ মামলার আসামি লাল্টু মল্লিকসহ সকলে পলাতক রয়েছেন।

আরো পড়ুন:

মামলায় অভিযোগে বলা হয়েছে, ওই নারী রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের আবুল কালামের ছেলে লাল্টু মল্লিক (৩০), নওশের আলীর ছেলে খালিদ হোসেন (২২), মুসা আলীর ছেলে জব্বার হোসেন (১৮) ও ইকরা হোসেন (৪৫) জোর করে তাকে তুলে নিয়ে যায়। পাশের পেয়ারার বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। 
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়