ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাহুবলে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৪ জুলাই ২০২৪  
বাহুবলে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একটি রাস্তার পাশ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার হামিদনগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাহুবল মডেল থানার এসআই মকসেদুল জানান, হামিদনগর এলাকার নিকিল বাবুর বাসার সামনের রাস্তায় কয়েকজন পথচারী নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তারা সেখানে গিয়ে কাঁথায় মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতকটিকে দেখতে পান। পুলিশকে খবর দিয়ে তারা নবজাতকটি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খনক পাল বলেন, উদ্ধার হওয়া নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়