ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

সিলেট সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ০৯:২৭, ১৫ জুলাই ২০২৪
সিলেট সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ২ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ গুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। এ ঘটনায় নবী হুসেন নামে আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নবী হুসেন একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। 

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান জানান, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তে প্রয়োজনীয় কাজে যান। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। নবী হুসেনকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যান।

বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার ও মিডিয়া উইং বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের লাশ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি।

নুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়