রাজবাড়ীতে শাটল ট্রেন লাইনচ্যুত
রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টায় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ বাজার স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে করে গোয়ালন্দ ঘাট স্টেশনের (দৌলতদিয়া) সঙ্গে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী।
তিনি জানান, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। পরে ট্রেনটি গোয়ালন্দ বাজার স্টেশনের আগে এসে একটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে রাজবাড়ী থেকে টিম পাঠানো হয়েছে।
রবিউল/ইমন