ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, বসতঘর তছনছ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১৭, ১৫ জুলাই ২০২৪
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, বসতঘর তছনছ

রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে আরজা বেগম নামে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। 

রোববার (১৪ জুলাই) গভীর রাতে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় বন্যহাতি এই বৃদ্ধাকে আক্রমণ করে। 

নিহত আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে বন্যহাতি বৃদ্ধার ঘরে আক্রমণ করে। এ সময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির সুরে ধরা পড়েন বৃদ্ধা। আর তৎক্ষণাৎ বৃদ্ধার হাত পা ভেঙে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয় বন্যহাতি। একই সময় বৃদ্ধার থাকার ছোট্ট বসতঘরটিও ভাঙচুর করে তছনছ করে।

স্থানীয়রা জানিয়েছেন, বন্যহাতি প্রতিনিয়ত বন থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জীবন মালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে।

 লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়