অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, হিলিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:১৪, ১৫ জুলাই ২০২৪
আপডেট: ১৪:১৪, ১৫ জুলাই ২০২৪
দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন হিলি বাজারে যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
মমতাজ বেগম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল হোটেলের মালিককে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোসলেম/কেআই