ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, হিলিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৪:১৪, ১৫ জুলাই ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, হিলিতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন হিলি বাজারে যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

মমতাজ বেগম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল হোটেলের মালিককে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোসলেম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়