আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রেজাউল ইসলাম শাহ। ফাইল ফটো
সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে সরস্বতী নদীতে ঝাঁপ দিয়ে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নাজমুল হাসান (৩০) কে গ্রেপ্তারে সরস্বতী নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান রেজাউল ইসলাম শাহ। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাসেল/কেআই