ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৫ জুলাই ২০২৪  
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বাহামার নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি কোকেনসহ এক বাহামার নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, ব্রাজিলের সাওপাওলে থেকে আসা স্টেলিয়া সানতায়ি নামের এই বিদেশি নাগরিক নজরদারিতে ছিলেন। সোমবার সকালে বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে আটক করে লাগেজ তল্লাশি করা হয়। এ সময় লাগেজে থাকা একটি ইউপিএসের ভেতর ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কোকেন পাচারকারী এই নারীর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটা অনুসন্ধান করা হচ্ছে। জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়