ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের ‘কটাক্ষের’ প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৫ জুলাই ২০২৪  
কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের ‘কটাক্ষের’ প্রতিবাদে মানববন্ধন

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে মুক্তিযোদ্ধাদের ‘কটাক্ষের’ প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) দুপুরে ধনবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে ধনবাড়ী উপজেলা কমান্ডের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নেয়।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, আব্দুল মজিদ, আব্দুল হাই, রেজাউল হক, মোকছেদ আলী, ইদ্রিস আলী, আব্দুল রউফ প্রমুখ।

বক্তারা বলেন, ‘আন্দোলনের নামে তারা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করছে। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

তারা আরও বলেন, ‘৩০ লাখ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উৎসকানী দিয়ে আবারও এ দেশ দখল করে সুযোগ-সুবিধা নিতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না।’ 
 

কাওছার/বকুল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়