ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নড়াইলে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১৫ জুলাই ২০২৪  
নড়াইলে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ

নড়াইলের চাঞ্চল্যকর ফিরোজ শেখ হত্যা মামলায় মিন্টু শেখকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) দুপুরে নড়াইলের দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের বাসিন্দা।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম ইমদাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই সন্ধ্যার পরে জরিনা বেগম ও মিনি বেগম মারধর করে ফিরোজ শেখের স্ত্রী লিপি বেগমকে গুরুতর আহত করেন। স্থানীয়রা এসে মারপিট থামায় এবং মীমাংসার কথা বলে লিপি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। মীমাংসা না করে পরের দিন সকাল সাড়ে ৮টার দিকে ফিরোজ শেখের বাড়িতে যান মিন্টু শেখ। পরে ফিরোজ শেখকে হত্যার উদ্দেশে লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের ভাই কুদ্দুস শেখ বাদী হয়ে কালিয়া থানায় মিন্টু শেখসহ পাঁচ জনের নামে হত্যা মামলা করেন। আদালত অপর চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন।
 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়