ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫০, ১৫ জুলাই ২০২৪
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

ফাইল ফটো

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মোহাম্মদ রাহাদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজারের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সমুদ্রে নিখোঁজ হন তিনি। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য জানান।

নিখোঁজ মোহাম্মদ রাহাদ ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার  মনজুর মোরশেদ বলেন, আজ সকালে খালা-খালুর পরিবারের সঙ্গে মোহাম্মদ রাহাদ কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে উঠার পর সৈকতে ঘুরতে বের হন। এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামেন মোহাম্মদ রাহাদ। এসময় স্রোতের টানে ৪ জন ভেসে যেতে থাকেন। উপস্থিত লোকজন ৩ জনকে উদ্ধার করতে পারলেও মোহাম্মদ রাহাদ ভেসে যান। পরে লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও মোহাম্মদ রাহাদের সন্ধান পাননি। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, নিখোঁজের সন্ধানে বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়