ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিজানের

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ১৯:০০, ১৫ জুলাই ২০২৪
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিজানের

হবিগঞ্জের বাহুবলে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ জেলার বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিজান মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের। ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার তিতারকোনার ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

নিহত স্কুল ছাত্র জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন উল্টো দিক থেকে এসে তাকে চাপা দেয়।

খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসাইন ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সান্ত্বনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম।

মামুন/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়