ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বগুড়ায় উল্টো রথযাত্রায় ছিল না সেই ‌‘চূড়া’

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২০:২৫, ১৫ জুলাই ২০২৪
বগুড়ায় উল্টো রথযাত্রায় ছিল না সেই ‌‘চূড়া’

বগুড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে

ব্যাপক নিরাপত্তা আর সতর্কতার মধ্য দিয়ে বগুড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত শিব মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। শেরপুর সড়ক দিয়ে সাতমাথা হয়ে সেউজগাড়ী ইসকন আনন্দ আশ্রয়ে গিয়ে শেষ হয় রথযাত্রাটি। এসময় ভক্ত-পূণ্যার্থীরা গত ৭ জুলাই নিহত ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করে বুকে কালো ব্যাজ ধারণ করেন। এবার রথের সেই উঁচু চূড়াটি ছিলো না। 

রথ পরিচালনায় সময় রথের ওপরে চার ছিলেন। সাবধানতা অবলম্বের জন্য রথযাত্রার সময় এলাকাভিত্তিক বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হয়। রথের সামনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, ‘রথযাত্রার দিন বিদ্যুতায়িত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এবারের উল্টো রথযাত্রার আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাতমাথা হয়ে সেউজগাড়ী গিয়ে রথযাত্রা শেষ হয়।’ 

বগুড়া নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী (১) আব্দুল মান্নাফ বলেন, ‘উল্টো রথযাত্রায় বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাড়তি সতর্কতার জন্য তাঁর নির্দেশে রথ যখন যে এলাকায় ছিল সেই এলাকায় বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছিল।’ 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, ‘রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।’

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘উল্টো রথযাত্রা সম্পন্ন করতে আমরা প্রস্তুতিমূলক সভা করেছিলাম। সেখানে তারের সঙ্গে রথের স্পর্শ লাগে এমন উচ্চতা রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল। আগামী বছর থেকে রথ কাঠের হবে সেই নির্দেশনা প্রদান করা হয়েছে।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মো‌ড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অলোক, আতশি রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত ও  জ‌লি রানী সাহা।

পুলিশ জানিয়েছে, বিকেল ৫টার দিকে সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অনেকে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়