ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিলে গোসলে গিয়ে নারীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১৫ জুলাই ২০২৪  
বিলে গোসলে গিয়ে নারীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বিলে গোসল করতে নেমে তাসলিমা খাতুন (৩৮) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের পুরকাতি বিলে মারা যান তিনি। কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া তাসলিমা খাতুন ধমলই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী।

ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, মারা যাওয়া নারীর স্বজনেরা বিষয়টি আমাকে মোবাইল ফোনে অবহিত করেছেন। স্থানীয় ইউপি সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি জানিয়েছি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তাসলিমা খাতুন বাড়ির পাশের পুরকাতি বিলে গোসল করতে যান। কিছুক্ষণ পর এক নারী হারিয়ে যাওয়া হাঁসের সন্ধানে বিলের পাড়ে যান। এ সময় তিনি বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন গিয়ে তাসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, পানিতে ডুবে নারীর মৃত্যুর বিষয়টি পুলিশকে কেউ জানায়নি।

রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়