ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদে বেরোবিতে ছাত্রলীগের অবস্থান 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৫ জুলাই ২০২৪  
মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদে বেরোবিতে ছাত্রলীগের অবস্থান 

বেরোবি ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে গতকাল (১৪ জুলাই) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের কটাক্ষসহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এ কর্মসূচি পালন করেছে তারা। এতে রংপুর জেলা ও মহানগর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজানুর রহমান সৌরভ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রলীগের সভাপতি জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা। 

এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, নিজেদের যারা রাজাকার বলে স্লোগান দেয়, তারা কখনও মেধাবী হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সমাজের সব যৌক্তিক আন্দোলনে অতীতের ন্যায় পাশে থাকবে। তবে অধিকার আদায়ের নামে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করলে ছাত্রলীগ মাঠে থেকে দাঁতভাঙা জবাব দেবে।

একই সময়ে কোটা সংস্কার দাবির আন্দোলনকারীদের কর্মসূচি থাকলেও ছাত্রলীগেরর এমন কর্মসূচিতে তারা সমবেত হতে পারেনি। সন্ধ্যা ৬টার দিকে সমবেত হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।  

সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বেরোবি ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 
 

আমিরুল/বকুল 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়