বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কোটা সংস্কারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনের মহাসড়কে অবস্থান নেন তারা। রাত সাড়ে ১০ দিকে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
এদিকে, অবরোধের কারণে এই সড়কে যাতায়াতকারী দূরপাল্লার যানবাহনের যাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষরা ভোগান্তিতে পড়েন।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। আমরা হামলাকারীদের বিচার চাই। আমরা সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘অহিংস আন্দোলনে হামলা করে ন্যায্য আন্দোলন থেকে আমাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান।
আরিফুর/মাসুদ
- ১ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৩ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৩ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৩ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৩ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৩ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৩ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৩ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৩ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৩ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৩ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৩ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৩ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের
- ৩ মাস আগে রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, নিহত ২