ঢাকা     শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ২ ১৪৩১

কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ০৯:১৮, ১৬ জুলাই ২০২৪
কোটা বাতিলের দাবিতে শজিমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১৫ জুলাই) রাতে কলেজ চত্বরে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী চলে এই বিক্ষোভ। 

‘কোটা প্রথা নিপাত যাক’, ‘We want justice’- লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ঘটনায় নিন্দা জানান। এ সময় তারা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।

এনাম আহমেদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়