ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়েরও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ১৬ জুলাই ২০২৪  
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মায়েরও

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার (১৫)। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খারপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪১) ও তার ছেলে আরিফ মিয়া (২০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সম্প্রতি সুমন তার বসতবাড়িতে টিন শেডের একটি নতুন ঘর করেন। সোমবার সন্ধ্যায় তার ছেলে আরিফ ঘরে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার মা তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরে থাকা তার বোন দুইজনকে উদ্ধারে এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাইনুদ্দীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়