ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৪১, ১৬ জুলাই ২০২৪
চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কার ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে এসে সড়ক ও রেলপথ অবরোধ করেন। 

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন বলে জানা গেছে। 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম রেলপথ অবরোধ থাকার সত্যতা স্বীকার করে জানান, সীতাকুণ্ডের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে রেলপথে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এর ফলে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন আটকা পড়েছে। 

এদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

রেজাউল/ইমন

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়