ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বগুড়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৬ জুলাই ২০২৪  
বগুড়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। 

বগুড়া প‌লি‌টেক‌নিক ইন্স‌টি‌টিউটের শিক্ষার্থীরা আজ দুপুর ১টা থে‌কে প্রতিষ্ঠান‌টির সাম‌নে বগুড়া-শেরপুর সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু করেন। এতে ওই সড়‌কের দুই পা‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়।

বি‌ক্ষোভ সমা‌বেশ থে‌কে‌ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি মোকাবিলায় পু‌লিশ মোতা‌য়েন করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটে। এতে ৪ আন্দোলনকারী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এছাড়া, বেলা সা‌ড়ে ১০টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ক‌্যাম্পা‌সে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু ক‌রেন। প‌রে তারা ঢাকা-‌রংপুর মহাসড়‌কের এক পাশ অব‌রোধ ক‌রেন। প্রায় আধাঘণ্টার ম‌তো তারা সড়‌কে অবস্থান নি‌য়ে কোটাবি‌রোধী বি‌ভিন্ন স্লোগান দেন। এ সময় ওই স‌ড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়। প‌রে মে‌ডি‌ক্যাল ক‌লেজ কর্তৃপক্ষ এসে তা‌দের সঙ্গে কথা ব‌ললে তারা সড়ক থেকে সরে যান। 

এনাম আহ‌মেদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়