ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রাজশাহীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৬:১২, ১৬ জুলাই ২০২৪
রাজশাহীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  

রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কটি অবরোধ করে রেখেছিলেন তারা।

কোটা সংস্কারের এক দফা দাবি এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।   

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের আন্দোলন করছিল। শিক্ষার্থীদের শান্তিপ্রিয় এই আন্দোলনে হামলা হয়েছে। শত শত শিক্ষার্থীকে আহত করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাতভর তাণ্ডব চলেছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এক দফা দাবি আদায়ের উদ্দেশ্যে তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এডিসি (বোয়ালিয়া) মো. হাফিজুর ইসলাম বলেন, ‌‘শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা কঠোরভাবে নজরদারি করেছি।’

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ‌‘আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসের গণ্ডির ভেতরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা তা শোনেননি। শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ঢাকা-রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে রয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা বলেছিল, তারা বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখবে। তারপর তারা নগরীর সাহেব বাজারের দিকে রওনা দেবে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের কারণে মহাসড়কের দুই পাশে কিছু যানবাহন আটকা পড়েছিল। যানবাহনগুলো বিকল্প রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়।’

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়