ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

কুমিল্লায় আন্দোলনকারীদের হাতে পুলিশের গাড়ি ভাঙচুর 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৪৬, ১৬ জুলাই ২০২৪
কুমিল্লায় আন্দোলনকারীদের হাতে পুলিশের গাড়ি ভাঙচুর 

কুমিল্লায় কোটা সংস্কার আন্দোলনকারীরা পুলিশের গাড়িসহ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনায় ঘটে।

সরেজমিনে দেখা যায়, বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পুলিশের অবস্থা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এক পর্যায়ে ক্ষিপ্ত শিক্ষার্থীদের একাংশ সদর দক্ষিণ মডেল ভারপ্রাপ্ত কর্মকতার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেন। সেসময় গাড়িতে অবস্থান করা চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পিছু হটে শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। আন্দোলনকারীরা মহাসড়ক অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় এক সাধারণ নাগরিকের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা।’

রুবেল/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়