ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নওগাঁয় কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৬ জুলাই ২০২৪  
নওগাঁয় কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

নওগাঁয় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ৩ জন আন্দোলনকারীকে তাৎক্ষণিক নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সরেজমিনে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সকাল ১১টা থেকে হাসপাতালের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা নানা স্লোগানে মুখরিত করে তোলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী ছুটে আসেন। এ সময় লাঠিসোঁটা দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নওগাঁ মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান।

আরো পড়ুন:

সাজু/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়